জামিনে মুক্তি পেলেন নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়ী

বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে গ্রেপ্তার সায়ন লাহিড়ী জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের নির্দেশে আজ শনিবার দুপুরে তাঁকে মুক্তি দেয় কলকাতা পুলিশ। তিনি কর্মসূচির আহ্বায়ক।


আর জি করের এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিমুখে গত মঙ্গলবার পদযাত্রার ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামের একটি সংগঠন। সায়ন লাহিড়ী ছিলেন সেই কর্মসূচির আহ্বায়ক। সেদিনের সেই কর্মসূচিতে প্রচুর সাড়া মেলে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে এগিয়েছিলেন। ওই দিন রাতেই পুলিশ সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে।


গতকাল শুক্রবার হাইকোর্টে মামলার শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা আজ বেলা ২টার মধ্যে সায়নকে জামিনে মুক্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মেনে তাঁকে মুক্তি দেওয়া হয়।


কারাগার থেকে বেরিয়ে সায়ন লাহিড়ী ঘোষণা দেন, আর জি কর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যার ঘটনায় দোষীদের শনাক্ত ও শাস্তি না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।


তবে হাইকোর্টের রায়ে সন্তুষ্ট হতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। এর বিরুদ্ধে আজ শনিবার সুপ্রিম কোর্টে আপিল করেছে তারা।


এদিকে আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতায় পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করেছেন বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। আর জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


শ্রেয়া ঘোষাল আজ শনিবার বলেছেন, তিনি কনসার্ট করার অবস্থায় নেই। বলেছেন, নারী চিকিৎসকের ঘটনার পর তিনি আর কণ্ঠ দিতে পারছেন না।


এদিকে নারী চিকিৎসকের হত্যাকারীদের শাস্তির দাবিতে আজও প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁরা এইট-বি বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল নিয়ে যাদবপুর থানা পর্যন্ত যান।


এ ছাড়া আজ উত্তর কলকাতার শিয়ালদহ থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক–শিক্ষার্থীরা।

Post a Comment

0 Comments