ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দের আল বালাহ এলাকায় গতকাল শুক্রবার সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, মাসব্যাপী এ অভিযানে আড়াই শতাধিক হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সেনা প্রত্যাহারের আগপর্যন্ত খান ইউনিস ও দের আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এ অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।
বাহিনীটির এক আরব মুখপাত্র গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তাঁরা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দের আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, খান ইউনিস ও দের আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন যোদ্ধা তা, এখনো জানা যায়নি।
0 Comments